বংশগতি (class X-WBBSE Madhyamik)

1. চেকার বোর্ড কাকে বলে?

Ans:-বংশগতিবিদ্যায় যে জ্যামিতিক পদ্ধতিতে কোনো জীবের মিলনে উৎপন্ন সকল সম্ভাব্য অপত্যের জিনোটাইপ ও ফিনোটাইপ প্রকাশ করা হয় তাকে চেকার বোর্ড বা অনেক সময় পানেট বর্গ ও বলা হয়।

2. জিনোটাইপ ও ফিনোটাইপের একটি পার্থক্য লেখো।

Ans:- জিনোটাইপে যেহেতু জীবের কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্টের জন্য জিনগত সংযুক্তি প্রকাশ করা হয় সেহেতু এর ফলে জীবটি সংকর না বিশুদ্ধ তা সঠিক ভাবে বিবেচনা করা যায়। কিন্তু ফিনোটাইপে কেবল বৈশিষ্টের বাহ্যিক প্রকাশ ঘটে। অনেক সময় একই ফিনোটাইপের জন্য ভিন্ন ধর্মী জিনোটাইপ থাকতে পারে। ফলে জীবটি সংকর বা এর বিশুদ্ধতা নির্ণয় করা যায় না। উদাহরন স্বরূপ বলা যেতে পারে- একটি মটর গাছের লম্বা গুনটির জন্য জিনোটাইপ TT আবার Tt হতে পারে। এক্ষেত্রে প্রথম টি বিশুদ্ধ এবং দ্বিতীয়টি সংকর(হেটারোজাইগাস)। কিন্তু শুধু লম্বা বলা হলে সংকর বা বিশুদ্ধ বোঝা যায় না।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started